বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: ‘ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ,… যদি অভিযোগ প্রমাণিত হয়…’ আসরে কানাডার প্রতিরক্ষামন্ত্রী
দেখতেই হবে >
Video: ‘ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ,… যদি অভিযোগ প্রমাণিত হয়…’ আসরে কানাডার প্রতিরক্ষামন্ত্রী
Updated: 25 Sep 2023, 10:50 PM IST
Sritama Mitra
খলিস্তান পন্থী হরদীপ সিং নিজ্জারের মৃত্যু ঘিরে ভারত-কানাডা সম্পর্কে সদ্য তোলপাড় দেখা গিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পরই দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। ট্রুডোর দাবি ছিল, হরদীপ সিং নিজ্জারের হত্যার নেপথ্যে হাত রয়েছে ভারতের। এরপর কানাডার প্রতিরক্ষামন্ত্রী নামলেন আসরে। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ।’ তবে সুর নরমের পাশাপাশি তিনি বলছেন,’ । ভারতের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়…’, ‘ তাহলে সেটা কানাডার পক্ষে খুবই উদ্বেগজনক।’ তিনি বলছেন,’দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার ঘটনায় চিন্তিত হবে কানাডার প্রশাসন।’