Primary tet Scam: প্রাথমিকে আরও ৯৬ জন টেট ফেলের চাকরি! আদালতে CBI-এর রিপোর্ট স্বীকার করে নিল পর্ষদ
কলকাতা: টেট-এ ফেল করেও প্রাথমিকে চাকরি পেয়েছিল আরও ৯৬ জন৷ আদালতে দেওয়া CBI-এর রিপোর্ট কার্যত স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২৬৫ জন টেট ফেল ব্যক্তির চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল আদালত। যদিও সেই চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের অন্তর্বতী স্থগিতাদেশ রয়েছে। এদিন আদালতে বিচারপতি নির্দেশ দেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এবং […]