Updated: 24 Sep 2023, 08:58 PM IST
Sritama Mitra
ইনস্টাগ্রামে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে জার্মানির মেয়ে ক্যাস মেইর। সদ্য তাঁর কণ্ঠে ভারতীয় ভাষায় গান শুনে মুগ্ধ হয়েছেন মোদীও। প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে জার্মানির সেই কন্যার কণ্ঠের গান সকলের সঙ্গে ভাগ করে নিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই বিদেশিনীর গানের ভূয়সী প্রশংসা করেন মোদী।