Updated: 24 Sep 2023, 08:56 PM IST
Sritama Mitra
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিভিন্ন রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই ভোটে কোন রাজ্যে কংগ্রেসের জয়ের সম্ভাবনা কতটা? তা নিয়ে এবার নিজেই সাফ বার্তা দিয়ে দিলেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাদের কংগ্রেসের এই সাংসদ ভোট নিয়ে খুললেন মুখ। রাহুল বলছেন,’এখন সম্ভবত আমরা তেলাঙ্গানা জিততে চলেছি’। ‘আমরা নিশ্চিতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় জিতব’, বলছেন রাহুল। তিনি বলছেন, রাজস্থানে লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে। তবে সেখানে ‘আমরা জিতব’ বলে আশা রাহুলের।