গাড়িতে ভগবানের মুর্তি লাগিয়েছেন! জেনে নিন সেই মুর্তিটি কি আপনার রাশির জন্য শুভ!
তুন গাড়ি কিনে বাড়িতে আনার পরই আমরা প্রথমে মন্দিরে নিয়ে যাই পুজো করানোর জন্য। তারপর ভাবি কত সুন্দরভাবে গাড়িটিকে সাজানো যাবে। প্রথমের শুরু করি ভগবানের মুর্তি অথবা ছবি বসিয়ে। তবে আপনি কি যানেন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী যেকোনও ভগবানের মুর্তি অথবা ছবি বসালেই শুভ হয় অথবা দুর্ঘটনা এড়িয়ে যাওয়া না। আপনার রাশি ফল অনুযাইয়ী গাড়িতে বসানো উচিত ভগবানের মুর্তি।
এক নজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষ শাস্ত্র অথবা বাস্তু শাস্ত্র মতে কোন ভগবানের মুর্তি আপনার গাড়িতে লাগানো শুভঃ
মেষ রাশিঃ
যে কোনও রঙেরই গাড়ি কিনুন না-কেন, তাতে একটি হনুমানের মূর্তি বা ছবি রাখাটা মেষ রাশির জাতকদের জন্য শুভ।
বৃষ রাশিঃ
প্রথমেই বলে দেওয়া ভাল যা এই রাশির জাতকদের কালো রঙের গাড়ি কেনাটা একে বারেই উচিত নয়। পাশপাশি গাড়িতে অবশ্যই শিবের মূর্তি রাখতে হবে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য।
মিথুন রাশিঃ
এই রাশির জাতকদের গাড়িতে বিঘ্নহর্তা গণেশের মূর্তি বা ছবি রাখতে হবে। পাশপাশি পুরনো গাড়ি বিক্রি করার কথা ভাবলে জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে দেখা উচিত।
কর্কট রাশিঃ
বাস্তুশাস্ত্র অনুযায়ী, কর্কট রাশির জাতকদের পথ দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে এবং অশুভ শক্তিকে দূর করতে গাড়িতে বজরংবলীর মূর্তি রাখতে হবে।
সিংহ রাশিঃ
সিংহ রাশির জাতকরা গাড়িতে গায়ত্রী মন্ত্র রাখতে পারেন। এতে সৌভাগ্য বৃদ্ধির হবে।
কন্যা রাশিঃ
বাস্তুশাস্ত্র মতে এই রাশির জাতকদের একেবারেই কেনা উচিত নয় লাল রঙের গাড়ি। পাশপাশি গাড়িতে কৃষ্ণের ছবি বা মূর্তি রাখতে হবে।
তুলা রাশিঃ
বাস্তুশাস্ত্র মতে, এই রাশির জাতকদের গাড়িতে স্বস্তিক রাখাটা খুবই উপকারী হবে।
বৃশ্চিক রাশিঃ
মনে রাখতে হবে এই রাশির জাতকদের সবুজ ও কালো রঙের গাড়ি কেনা উচিত হবে এবং গাড়িতে শিবের ছবি অথবা মূর্তি রাখতে হবে।
ধনু রাশিঃ
এই রাশির জাতকদের গাড়িতে বজরংবলীর মূর্তি বা ছবি রাখতে ভুলবেন না।
মকর রাশিঃ
বাস্তুশাস্ত্র মতে, এই রাশির জাতকদের নীল ও লাল রঙ গাড়ি না কিনলেই ভাল হবে এবং গাড়িতে কৃষ্ণের মূর্তি অবশ্যই রাখতে হব। এতে দুর্ভাগ্য দূর হবে।
কুম্ভ রাশিঃ
এই রাশির জাতকরা যে রঙেরই গাড়ি কিনুন না-কেন, মনে রাখবেন যে গাড়িতে অবশ্যই বজরংবলীর মূর্তি রাখতে হবে।
মীন রাশিঃ
বাস্তুশাস্ত্র মতে, এই রাশির জাতকদের গাড়িতে বজরংবলীর মূর্তি রাখা উচিত