গতকালই পটনা থেকে সূচনা হল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের। এখন রাজ্য থেকে মোট পাঁচটি রুটে ছুটবে বন্দে ভারত। খুব স্বল্প সংখ্যক স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। ইতিমধ্যেই রাঁচি-হাওড়া বন্দে ভারতের স্টপেজ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এরই মাঝে গতকাল হাওড়াগামী ট্রেনটি থেমে যায় কামারকুণ্ডু স্টেশনে।
source