কলকাতা: প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (CTET August 2023) পরীক্ষার ফল। ২৫ সেপ্টেম্বর, প্রকাশিত হয়েছে এই পরীক্ষার ফল।
কীভাবে ডাউনলোড রেজাল্ট:
প্রথমেই Central Teacher Eligibility Test (CTET)-এর ওয়েবসাইট খুলতে হবে। এটি হল ctet.nic.in
সেখানেই একটি লিঙ্ক দেখতে পারবেন CTET Result- নামে, সেখানে ক্লিক করবেন
ওই লিঙ্কে ক্লিক করলেই CTET এর রেজাল্ট পেজ খুলে যাবে।
এবার তথ্য নিয়ে লগ ইন করতে হবে। CTET রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।
সব তথ্য দিলেই একটি পেজ খুলবে সেখানে View Result বা Download Result-এ ক্লিক করতে হবে।
সেই রেজাল্টের একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে অথবা ডাউনলোড করে রাখতে পারেন।
১৬ সেপ্টেম্বর CTET Answer key প্রকাশ করা হয়েছিল। দুটো আলাদা পেপারে এই পরীক্ষা হয়েছিল।
Paper 1: যাঁরা প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণি পর্যন্ত পড়াবেন তাঁদের জন্য
Paper 2: যাঁরা ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে চান তাঁরা এই পেপারে পরীক্ষা দিয়েছেন।
CTET পাশ করতে হলে অন্তত ৬০ শতাংশ পেতেই হবে প্রতিটি পেপারে। এই পরীক্ষাটি বছরে ২ বার হয়। সরকারি ও বেসরকারি স্কুলে পড়ানোর জন্য় শিক্ষকদের এই পরীক্ষা পাশ করতে হয়। পরীক্ষার্থীরা একটি বা দুটি পেপারেই পরীক্ষা দিতে পারেন।
CTET 2023 পরীক্ষাটি হয়েছিল ২০ অগাস্টে। ভারতের নানা রাজ্য়ে পরীক্ষাটি হয়েছিল। মোট ১৪ লক্ষ ২ হাজার ১৮৪ পরীক্ষার্থী পেপার ২-এর জন্য বসেছিলেন। ১৫ লক্ষ ১ হাজার ৭১৯ জন পেপার ১-এর জন্য পরীক্ষায় বসেছিলেন।
যখন পরীক্ষার ফর্ম ফিলআপ হয়েছিল। তখন অনলাইনে পরীক্ষা হবে এমনটা মনে করে পরীক্ষার্থীরা পছন্দের শহর বেছে নিয়েছিলেন। কিন্তু এই পরীক্ষা অফলাইনে হয়েছে। ফলে পরীক্ষাকেন্দ্র কতগুলো রয়েছে এবং পরীক্ষার্থীর ঠিকানা কোথায় সেসবের উপর ভিত্তি করেই পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছিল।
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর নিয়োগ করেছে রাজ্য সরকার,এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI