December 2, 2024 2:08 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 2:08 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Bihar: ১৫০০ টাকার জন্য মূত্রপানে বাধ্য! ফের নারকীয় অত্যাচারের শিকার দলিত মহিলা

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
the new york times newspaper

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহারে এক মহাদলিত মহিলাকে নির্মমভাবে লাঞ্ছনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁকে উলঙ্গ করে তাঁকে লাঞ্ছনা করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার স্বামী গ্রামের একজন শক্তিশালী ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের অতিরিক্ত সুদ দিতে অস্বীকার করায় এই ঘটনা ঘটেছে।

লোকটির ছেলে ওই মহিলার মুখে প্রস্রাব করেছে বলে পুলিস জানিয়েছে।

পুলিস জানিয়েছে, মহিলার স্বামী পটনা জেলার মসিমপুর গ্রামে প্রমোদ সিংয়ের কাছ থেকে ১৫০০ টাকা ধার নিয়েছিলেন।

আরও পড়ুন: Nitish Kumar | NDA: এনডিএ- তে ফিরছেন নীতিশ! বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর

ওই দম্পতি পুরো অর্থ পরিশোধ করেছিলেন। তবে প্রমোদ সিং ওই ঋণের জন্য অতিরিক্ত সুদ দাবি করেছিলেন।

দম্পতি তা দিতে অস্বীকার করলে, প্রমোদ সিং, তার ছেলে এবং তাদের সহযোগীরা ওই মহিলাকে লাঞ্ছনা করে এবং তাকে নগ্ন করে বলে পুলিস জানিয়েছে।

নিজের অভিযোগে মহিলাটি জানিয়েছেন যে শনিবার রাতে তিনি বাড়ির সামনে হ্যন্ডপাম্প থেকে জল নিচ্ছিলেন। সেই সময় প্রমোদ, তার ছেলে অংশু এবং আরও চারজন পুরুষ তাঁকে তাদের সঙ্গে আসতে বাধ্য করে।

তারা তাকে লাঠি দিয়ে মারধর করে এবং গ্রামের একটি নির্জন স্থানে তাঁকে নগ্ন করে আক্রমণ করে। এরপরে প্রমোদ সিং তাঁর পুত্র অংশুকে তার মুখে প্রস্রাব করতে বলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: Maharashtra: তর্কাতর্কির সময় পুলিসের এক চড়, পরিণতি প্রৌঢ়ের মৃত্যু!

সেখান থেকে তিনি কোনওভাবে পালাতে সক্ষম হন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তাঁরা প্রায় মধ্যরাতে তাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং তাকে নগ্ন অবস্থায় বাড়ির দিকে দৌড়াতে দেখেন।

মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

পটনার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিস রাজিব মিশ্র জানিয়েছেন, ‘আমরা পাঁচটি পুলিস দল গঠন করেছি এবং তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 


source

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top