December 13, 2024 9:57 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 9:57 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Asian Games Live Updates: শ্যুটিংয়ে এল জোড়া সোনা, বিশ্বরেকর্ড সিফটের, এশিয়ান গেমসের লাইভ আপডেট

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
white red and green map

হাংঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) তৃতীয় দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি পদক। ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছে ভারত। মঙ্গলবার সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান (Equestrian) দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে (Asian Games 2023) ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত। 

উল্লেখ্য, অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ৪৮১টি ইভেন্ট আয়োজিত হবে এশিয়ান গেমসে। 

চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দেন নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।

১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন। 

তবে শাও ইয়াকির বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসের সফর শেষ হল ভবানী দেবীর। গত বারের রুপোজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৭-১৫ স্কোরলাইনে হারলেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগে দুরন্ত ছন্দে ছিসলেন ভবানী দেবী। নাগাড়ে ছয়টি ম্যাচ জিতেছিলেন তিনি। ভবানী গ্রুপ পর্বে পাঁচটির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পান। নক আউট পর্বে শীর্ষ বাছাই হওয়ায় বাই পেয়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফেন্সার। তবে এখানেই শেষ হল তাঁর সফর।

প্রায় অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এশিয়ান গেমসের স্বেচ্ছাসেবকরা (Volunteers)। ১০ হাজার দর্শকাসনের স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর যে একাধিক ময়লার স্তূপ জড়ো হয়েছিল, সারারাত ধরে তা ঘেঁটে মোবাইল ফোনটি উদ্ধার করেছে তাঁরা। হংকংয়ের ১২ বছরের দাবা খেলোয়াড় যিনি সুইচড অফ অবস্থায় ফোনটি হারিয়েছিলেন, কার্যত আশাহত হয়ে পড়ার পরও ফের মোবাইল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। ফোন হারানোর ২৪ ঘণ্টার মধ্যে বফোন ফিরে পেলেন লিউ টিয়ান-ই।

এশিয়ান গেমসের সোশাল সাইটে গোটা ঘটনাটির উল্লেখ করা হয়েছে। সাধুবাত জানানো হয়েছে প্রতিযোগিতার স্বেচ্ছাসেবকদের। যেভাবে প্রকাণ্ড স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর জড়ো হওয়া ময়লার স্তূপের প্রত্যেকটি ব্যাগ আলাদা আলাদ করে ধৈর্য্য ধরে একে একে দেখেছেন স্বেচ্ছাসেবকরা, তাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। প্রসঙ্গত, চিনের হাংঝাউতে এই মূহূর্তে চলছে ১৯ তম এশিয়ান গেমস।

source

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top