July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:27 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Asian Games 2023: শ্যুটিংয়ে গর্বের মুহূর্ত, মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা মানু, এষা, রিদমের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
500 Indian rupee banknotes

হাংঝাউ: এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতের ত্রয়ী – মানু ভাকের (Manu Bhaker), এষা সিংহ (Esha Singh) ও রিদম সাংওয়ান (Rhythm Sangwan)। মহিলাদের ২৫ মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা জিতলেন তাঁরা। ফাইনালে ১৭৫৯ পয়েন্ট অর্জন করেন তাঁরা। ১৭৫৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছে এবারের এশিয়ান গেমসের আয়োজক দেশ চিন। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ কোরিয়ার।

মহিলাদের ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৫৯০ পয়েন্ট পেয়েছেন মানু। তিনিই শীর্ষে রয়েছেন। ৫৮৬ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে এষা। ৫৮৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছেন রিদম। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন মানু ও এষা। অল্পের জন্য ফাইনালের যোগ্যতা পাননি রিদম। যেহেতু নিয়ম বলছে, এক দেশের সর্বোচ্চ দুই শ্যুটারকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে।

 

বুধবার বেলা ১২টায় ফাইনালে নামবেন মানু ও এষা।

মঙ্গলবার সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান (Equestrian) দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে (Asian Games 2023) ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত। 

উল্লেখ্য, অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ৪৮১টি ইভেন্ট আয়োজিত হবে এশিয়ান গেমসে। 

২৩ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকে কাঠি পড়েছে এবারের এশিয়ান গেমসের। এশিয়ার ৪৫ দেশের প্রায় ১২ হাজার অ্যাথলিট অংশ নিয়েছেন যে প্রতিযোগিতায়। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমসে। প্রতিযোগিতাটি গত বছর আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনা অতিমারীর প্রকোপের জেরে তা এক বছর পিছিয়ে গিয়েছে।                      

আরও পড়ুন: এশিয়ান গেমসে স্বেচ্ছাসেবকদের অসাধ্যসাধন, গোটা স্টেডিয়ামের ময়লা ঘেঁটে হারানো সুইচড অফ ফোন উদ্ধার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial


source

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top