হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games) শ্যুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সামরা (Sift Kaur Samra)। শুধু তাই নয়, বিশ্বরেকর্ডও গড়লেন ভারতীয় শ্যুটার।
ফাইনালে ১০.৩ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন সিফট। অন্যদিকে আষি ১০.৪ পয়েন্ট নিয়ে শুরু করেছিলেন। প্রথম সিরিজের শেষে সিফটের মোট পয়েন্ট ছিল ৩৬৫। আষি ৩৬২.২ পয়েন্ট অর্জন করেন। তাঁর শেষ শটে ৯ পয়েন্ট পান। সেখানেই সোনার দৌড় থেকে কার্যত ছিটকে যান আষি। ৩৬০.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ঝাং। শেষ শটে ৯.৯ পয়েন্ট নিয়ে শেষ করেন ঝাং।
৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন সিফট। শেষ শটে অবিশ্বাস্য ১০.২ পয়েন্ট নেন তিনি। এর আগে বিশ্বরেকর্ড ছিল সেওনেড ম্যাকিনটোশের দখলে। চলতি বছর আজ়েরবাইজানের বাকুতে ৪৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন গ্রেট ব্রিটেনের শ্যুটার।
GOLD FOR 🇮🇳 WITH A WORLD RECORD!
Huge applause for Sift Samra Kaur, who has secured 🇮🇳’s 1st Individual Gold🥇at the #AsianGames2022 👏@SiftSamra‘s Gold in the Women’s 50m Rifle 3 Position event was achieved through unbelievable and surreal shooting, displaying incredible… pic.twitter.com/M1Sg1aB9e6
— Anurag Thakur (@ianuragthakur) September 27, 2023
এশিয়ান গেমস শ্যুটিংয়ে বুধবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ভারতের ত্রয়ী – মানু ভাকের (Manu Bhaker), এষা সিংহ (Esha Singh) ও রিদম সাংওয়ান (Rhythm Sangwan)। মহিলাদের ২৫ মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা জিতলেন তাঁরা। ফাইনালে ১৭৫৯ পয়েন্ট অর্জন করেন তাঁরা। ১৭৫৬ পয়েন্ট নিয়ে রুপো জিতেছে এবারের এশিয়ান গেমসের আয়োজক দেশ চিন। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ কোরিয়ার।
মহিলাদের ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৫৯০ পয়েন্ট পেয়েছেন মানু। তিনিই শীর্ষে রয়েছেন। ৫৮৬ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে এষা। ৫৮৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছেন রিদম। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন মানু ও এষা। অল্পের জন্য ফাইনালের যোগ্যতা পাননি রিদম। যেহেতু নিয়ম বলছে, এক দেশের সর্বোচ্চ দুই শ্যুটারকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে স্বেচ্ছাসেবকদের অসাধ্যসাধন, গোটা স্টেডিয়ামের ময়লা ঘেঁটে হারানো সুইচড অফ ফোন উদ্ধার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন