Chief Minister Mamata Banerjee has angered the Central by changing the name of the state
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দুইবার আমরা বিধানসভায় পাস করেছি। তাও এটা আটকে রয়েছে। ওরা কিছুতেই এইটা দিচ্ছে না। বোম্বে থেকে মুম্বাই হয়েছে অনেকদিন হলো। কিন্তু বাংলা কেন এটা পাবে না ? জাতীয় স্তরে কোন বৈঠকে গেলে আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকতে হয় যেহেতু আমাদের নামের প্রথম অক্ষর ডাব্লিউ। আমরা সবার শেষে বলবার সুযোগ পাই।পাকিস্তানেও একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে আমাদের দেশেও পাঞ্জাব আছে। বাংলাদেশ বলে একটা দেশ আছে কিন্তু রাজ্যের নাম বাংলা হলে কি আপত্তি, কি অপরাধ আছে আমাদের ? অন্য রাজ্য স্বীকৃতি পেলে আমরা কেন স্বীকৃতি পাবো না ?আমরা ১৬৫ কোটি টাকা খরচ করে কালীঘাট মন্দিরের সংস্কার করছি, ওরা শুধু ৩৫ কোটি টাকা দিচ্ছে। কাজ অনেকটাই হয়ে গেছে। দীঘায় জগন্নাথ মন্দিরের জন্য আমরা ২০৫ কোটি টাকা খরচ করছি। নতুন ইসকন মন্দিরের জন্য ৭০০ একর জমির অনুমতি আমরা দিয়েছি। রাজ্যের বিভিন্ন তীর্থস্থান নিয়ে প্রায় ৭০০ কোটি টাকা আমরা খরচা করেছি।কেন্দ্রের কাছে রাজ্য বহুদিন ধরেই বঞ্চিত।বাংলা ভাষাকে দ্রৌপদী স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। আগে যারা ক্ষমতায় ছিল তারা বাংলা ভাষা নিয়ে ভাবেননি।