West Bengal Gram Panchayat and Panchayat Samiti Vacancies to be appointed soon, decision taken in Cabinet meeting
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যে নতুন ৭ হাজার ২১৬ কর্মসংসথানের সুযোগ। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ এখন সময়ের অপেক্ষা।বৃহস্পতিবার পঞ্চায়েত নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট ৭ হাজার ২১৬ জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। নবান্নে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকের শেষে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালিপদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা ৬ হাজার ৬৫২টি এবং ৫৬৪টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। দীর্ঘ দিন ধরে অসংখ্য খালি পড়ে রয়েছে রাজ্য পুলিশের বিভিন্ন শাখাতে। বহু পুলিশকর্মী অবসর নেওয়ার পর সেই শূন্যপদে পুলিশকর্মী নিয়োগ প্রক্রিয়া চালু করা যাচ্ছিল না। বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশে খুব শিগগির ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তিও যে কোনওদিন প্রকাশ হতে পারে।
মন্ত্রি গোষ্ঠীর বৈঠকের কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী শশী পাঁজা এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও।নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়ার জগদীশপুরে ৩.৬ একর জায়গা জুড়ে নতুন হোসিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। এখানে নতুন ১৫টি শিল্প সংস্থা আসবে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রায় ১০ একর জায়গার ওপর একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে। বস্তির নামককরণ আগেই উত্তরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে এ বিষয়ে আরও এক প্রস্থ সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, আর বস্তি বলা যাবে না। উদ্বাস্তু কলোনিও বলা যাবে না। এখন থেকে নাম হল স্থায়ী ঠিকানা। রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই উত্তরণবা স্থায়ী ঠিকানায় যাঁরা রয়েছেন ইতিমধ্যে তাঁদের মধ্যে ৯৯% মানুষ পাট্টা পেয়েছেন।