নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে আমরা চলছি, আগামীতে জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করব।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন কাল
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ নানা সমস্যায় জর্জরিত। ফিলিস্তিনে রক্ত ঝড়ছে, সুদানে খাদ্যাভাব, সোমালিয়ায় দুর্ভিক্ষ- এসব দেশে আমেরিকার কোনো ভূমিকা দেখা যায় না। তাদের যত মাথাব্যথা বাংলাদেশ নিয়ে। কে নিষেধাজ্ঞা দিল, কে স্যাংশন দিল তাতে আমাদের কিছু যায় আসে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ৭১-এ কেউ আমাদের থামাতে পারেনি, এখনও কেউ পারবে না।
আরও পড়ুন: নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল
তিনি বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেখানে ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না সেখানে এখন ঘরে ঘরে বিদ্যুৎ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের পথ সুগম হয়েছে। মাত্র আধাঘণ্টায় মাওয়া, ৩ ঘণ্টায় বরিশাল, আড়াই ঘণ্টায় গোপালগঞ্জ যাওয়া যায়। এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু (কর্ণফুলী) টানেল, মেট্রোরেল- এগুলো এই সরকারের কাজের সুফল।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই. মামুন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমুখ।
সান নিউজ/এএ