In March, the wheel of fortune of the three zodiac signs turns, there is success and new jobs
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:- বিজ্ঞান অনুযায়ী, পৃথিবীর মত বাকি সব গ্রহই সুর্যের চারিদিকে ঘুরছে এবং নিজের স্থান পরিবর্তন করছে। ফলস্বরুপ স্থান পরিবর্তন হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই স্থান পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির ওপর তার প্রভাব পড়ছে। ঠিক সেই রকমই আসন্ন মার্চ মাসেও একাধিক গ্রহস্থান পরিবর্তন করতে চলেছে। তার ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে আমুল পরিবর্তন আসতে চলেছে। আসন্ন মার্চ মাসে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুধ, শুক্র, সূর্য ও মঙ্গল মার্চ মাসে রাশি বদল করতে চলেছে। শুধু পরিবর্তনই নয়, গ্রহের মিলন, যুতিতেও রাশিগুলির উপর বিরাট প্রভাব পড়তে চলেছে। যেমন, আগামী ৭ মার্চ বুধ মীন রাশিতে গমন তকে রাহুর সঙ্গে যুক্ত হতে চলেছে। আবার, ১৮ মার্চ, শনি অস্তমিত হয়ে উদয় হবে। এছাড়া ১৪ মার্চ, সূর্য মীন রাশিতে গমন করবে, তাতে বুধাদিত্য যোগ তৈরি হবে। পাশপাশি, মার্চ মাসে রয়েছে সূর্যগ্রহণও। এক নজরে দেখে নেওয়া যাক, আসন্ন মার্চ মাসে গ্রহেরস্থান পরিবর্তন হওয়ার ফলে কোন কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের আমুল পরিবর্তন আসতে চলেছেঃ কুম্ভ রাশিঃ আসন্ন মার্চ মাসে, শনির উত্থান ও অন্যান্য গ্রহের স্থানান্তরে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সুবিধা ও সুযোগ বাড়বে। জীবনের নানা সমস্যাগুলিও কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীরা লাভ করবেন আপনি। চাকরিজীবীদের জন্য আসতে চলেছে সুখবর। পাশপাশি, এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকেও বেশ উন্নতি হবে। বৃষ রাশিঃ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আসন্ন মার্চ মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনের স্বর্ণযুগের সূচনা হতে চলেছে। দীর্ঘদিনের পড়ে থাকা নানা কাজ শেষ করতে পারবে। পাশাপাশি, চাকরির ক্ষেত্রেও পদোন্নতি ও বেতন বৃদ্ধি পাবে। এছাড়াও, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এবং পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন।কন্যা রাশিঃ আসন্ন মার্চ মাসে গ্রহগুলির স্থান পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা পড়ে থাকা নানা কাজ শেষ করতে পারবেন। এছাড়াও, প্রতিটি পদক্ষেপে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। ফলে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি। পাশাপাশি, দাম্পত্য সুখও উপভোগ করতে পারবেন এই সময়।