Yogaguru Ramdev apologized in misleading advertisement case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কদিন আগেই মিথ্যে বিজ্ঞাপন মামলায় নাম জড়িয়ে ছিল যোগগুরু রামদেবের। সরকারের নিয়ম ভঙ্গ করে বিজ্ঞাপন দিয়েছে তার সংস্থা, এই অভিযোগে রামদেবকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়। শুধু তিনি নন তার কোম্পানির ডিরেক্টর বালা কৃষ্ণকেও একইভাবে ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, আদালত তাদের বলেছিল এর ফল ভোগ করতে। এরপরই রামদেব এবং তার সংস্থার ডিরেক্টর বালাকৃষ্ণ নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিলেন। তারা জানিয়েছেন এই ধরনের ভুল ভবিষ্যতে আর কখনো করবেন না। উল্লেখ্য সরকারের নিয়ম অনুযায়ী কোন মেডিকেল সিস্টেমকে ছোট করে দেখিয়ে প্রচার করা যায় না। কিন্তু নিজেদের প্রোডাক্ট ব্যবহারের জন্য অন্য অ্যালোপ্যাথি মেডিকেল প্রক্রিয়ার বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিলেন তাদের সংস্থা। যার ফলে তাদের বিরুদ্ধে মামলা করে আইএমএ । করোনার প্রতিরোধক হিসেবে করনিলকে ব্যবহার করার দাবি করা হলেও আদৌ তা করোনা প্রতিরোধ করতে পারবে না। রামদেবের সংস্থা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই মর্মেই আইএমএ প্রতিরোধ জানিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল মামলা। সেই মামলাতেই গত ফেব্রুয়ারি মাসে সংস্থার দুই প্রধানকে সমন পাঠানো হয়। অবশেষে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে রামদেব জানিয়ে দিলেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।