Wrestler Vinesh Phogat once again appealed to Prime Minister Narendra Modi
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফের ব্রিজভুষণ সরণ সিংয়ের শাস্তির আবদেন করলেন অলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগত। কয়েক মাস আগে পর্যন্ত কুস্তিগির নিগ্রহকান্ডে উত্তাল হয়েছিল রাজধানি। এরপর বিস্তর বিতর্কে পর অবশেষে নির্বাচন হয় জাতীয় কুস্তি সংস্থায়। যেখানে ফের একবার ব্রিজভুষন ঘনিষ্ঠরাই ক্ষমতায় আসে। এরপরই প্রধানমন্ত্রীকে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন কুস্তিগিররা।কিন্তু নির্বাচন এসেছে। এখন আর তাদের ব্যাপারে কেউই কিছু বলছে না। অথচ ফলাও করে ওমেন্স ডে-তে নারি সুরক্ষা নিয়ে সকলেই লম্বা চওড়া ভাষণ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ভিনেশ ফোগত, আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে যাতে কুস্তি থেকে অনেক দুরে পাঠিয়ে দেওয়া হয় যৌন নির্যাতন কান্ডের মুল অভিযুক্তকে।