Controversy in U19 Women’s SAFF Cup Final
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : জঘন্য ম্যানেজমেন্ট দেখা গেল সাফ কাপে। মহিলাদের অনূর্ধ্ব ১৯ সাফ কাপে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারতীয় মহিলা দল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরও অন্য নিয়ম লাগু করা হয়। শেষমেশ যুগ্ম বিজয়ি করা হয় দুই দলকে। মাঠে পড়ল বোতলও। ম্যাচ কমিশনার, রেফারিরা হয়ত রুল বুক না পড়েই ম্যাচ আয়োজন করছিলেন। ম্যাচ নির্ধারিত সময় টাইব্রেকারে যায়। এরপর সেখানেও নিষ্পত্তি না হওয়ায় টস করা হয়। সেখানে ভারতীয় দল জিততেই মাঠে বোতল ছোড়েন বাংলাদেশের সমর্থকরা। এরপর রেফারিরা ডেকে সাডেন ডেথের আয়োজন করতে চান। কিন্তু প্রতিবাদ জানিয়ে ভারতীয় মহিলা দল মাঠে নামেনি। ভারতীয় দল জিতে যাওয়ার পরেও,একান্ত বাধ্য হয়েই বাংলাদেশকেও যুগ্মবিজয়ি ঘোষণা করা হয়। ভারতীয় দল প্রতিবাদে মাঠে ট্রফি নিয়ে উচ্ছাস তো করেই নি, এমনকি মাত্র দুজন গিয়ে পুরস্কার নিয়ে আসে।