The number of women ministers has decreased. No minority faces
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি বিজেপি। ফলে স্বাভাবিকভাবেই শরীকি চাপে জর্জরিত ছিল বিজেপি। এনডিএ আসলেও এবারে বিজেপির সাংসদ সংখ্যা কম থাকায়, মন্ত্রীর সংখ্যাও বিজেপির কম রয়েছে। এই আবহেই নরেন্দ্র মোদীর মন্ত্রকে পাওয়া কমল মহিলা মন্ত্রীর সংখ্যা। গতবার ১০জন মহিলা মন্ত্রী থাকলেও, এবারে সেই সংখ্যা হ্রাস পেয়েছে। মোদীর তৃতীয়বারের সরকারে দায়িত্ব পেয়েছেন ৭জন মহিলা মন্ত্রী। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় দৃষ্টি আকর্ষণ করেছে রাজনীতিমহলের। এবারের নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ কেউ নেই, যা স্বাধীনতার পর এই প্রথম। মহিলা মন্ত্রীদের মধ্যে হেরে গেছেন স্মৃতি ইরানি, তার পরিবর্তে নারি কল্যাণ মন্ত্রকের দায়িত্বে এসেছে অন্নপূর্ণা দেবি।