Reckless winter innings, how long will the winter last, what the weather department says
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আবার উত্তরে হাওয়ার দাপট। শুক্রবার এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নামল। কবে বিদায় নিচ্ছে শীত। কি বলছে হাওয়া অফিস। আগামী দিনে কলকাতা সহ রাজ্যে এমনটাই ঠান্ডার দাপট থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ফাইনালি শীত বিদায় পরের সপ্তাহ থেকে। তারপর বসন্তের আগমন ঘটবে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি ছিল। শুক্রবার সর্বনিম্ন তামপাত্রা হল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে রাতের তাপমাত্রা কিছুটা নামবে।