Senior Congress leader Jairam Ramesh said about the Prime Minister of India’s alliance that the party that gets more seats will seek leadership.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোট যদি লোকসভা নির্বাচনে ভালো পারফরমেন্স করে , তাহলে প্রধানমন্ত্রী হবেন কে, এই নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরেই জল্পনা চলছে। এরই মধ্যে কংগ্রেসের বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ জানিয়ে দিলেন কী হিসেবে বাছাই করা হবে প্রধানমন্ত্রী। সরাসরি তাঁদের দল থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করা হবে না বললেও জয়রাম রমেশ বলছেন, যেই দলে বেশি সিট থাকবে তারাই নেতৃত্ব চাইবে। সেক্ষেত্রে কংগ্রেস যে নিজেদের দিকে পাল্লা ভারি রেখেছে তা বলাই বাহুল্য। এক্ষেত্রে ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তাঁরা। জয়রাম রমেশ বলছেন, জোটের জয়ের পর ৪৮ ঘন্টার মধ্যেই তাঁর প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষনেতা ঠিক করে ফেলবেন, কোনওভাবেই বিজেপির এনডিএ জোট এবারে ম্যাজিক ফিগার টপকাতে পারবে না। উল্লেখ্যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইন্ডিয়া জোট সরকার গড়লে তিনি বাইরে থেকে সমর্থন দেবেন। যদিও পরে তিনি নিজের বক্তব্য থেকে ঘুরে দাঁড়ান।