Let’s find out whether it is good or bad to see a palace in a dream
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যে স্বপ্ন সব প্রানীই দেখে। এমনকি যারা জন্ম থেকেও দৃষ্টিহীন, স্বপ্ন তাঁরাও দেখেন। তবের ঘুমের মধ্যে দেখা স্বপ্ন বেশিরভাগ সময়েই আমরা চোখ খোলার পর ভুলে যাই। আবার কিছু কিছু স্বপ্ন রয়েছে, যেগুলি মনের মধ্যে দাগ কেটে যায়।জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল স্বপ্নশাস্ত্র। আমাদের সঙ্গে ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার ইঙ্গিত পাওয়া যায় স্বপ্ন থেকে। স্বপ্ন বিজ্ঞানে প্রতিটি স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। স্বপ্নেরও রয়েছে প্রকারভেদ। প্রতিটি স্বপ্নের রয়েছে আলাদা আলাদা অর্থ, যা শুভ ও অশুভ ইঙ্গিত প্রদান করে। এখন যেনে নেওয়া যাক যে স্বপ্নের অতলে ভেসে ওঠে পুরনো আমলের রাজবাড়ি বা ভূতুড়ে পোড়ো বাড়ি আমাদের কিসের ইঙ্গিত দেয়:- স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী, যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি পুরনো বাড়িতে বাস করছেন । তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং প্রিয়জনের সঙ্গে দেখা করার ঈঙ্গিত দেয়। স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী, যদি আপনি স্বপ্নের মধ্যে নিজের পুরনো বাড়ি অথবা রাজবাড়ি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে যে আপনার আত্মার সঙ্গে এখনও ওই বাড়ি অথবা প্রাসাদটির কোনও সম্পর্ক রয়েগিয়েছে। যদি আপনি স্বপ্নের মধ্যে পোড়ো বাড়ি অথবা পুরনো রাজপ্রাসাদ অথবা ভাঙ্গাচোড়া অবস্থায় থাকা একটি বাড়ি দেখেন, তাহলে বুঝে নিতে হবে যে খুব দ্রুত ওই বাড়ির সংস্কারের কাজ শুরু করা দরকার। শুধু তাই নয়, একটি নতুন কাজ শুরু করার কথা ভাবছেন, আর সেই কাজটি শেষ করতে মনের মধ্যে ভয় লুকিয়ে রয়েছে। স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী, এই ধরনের স্বপ্ন ভবিষ্যতের সমস্যা তৈরি হওয়ার ঈঙ্গিত দেয়।স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী, যদি আপনি স্বপ্নে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি বা প্রাসাদ দেখেন, তাহলে বুঝে নিতে হবে যে ভবিষ্যতে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সম্মুখীন হতে চলেছেন আপনি। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, কেউ যদি স্বপ্নের মধ্যে পুরনো বাড়ি বিক্রি করা হচ্ছে দেখতে পান, তাহলে তা শুভ ইঙ্গিত দেয়।