Rain forecast across the state till Sunday, what Alipur Meteorological Department says?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের পাশাপাশি ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।রবিবার পর্যন্ত চলবে রাজ্য জুড়ে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি কোথাও বা মাঝারি বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহবিদেরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা। শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়।শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। আগামী দু’তিন দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।