Kalboishakhi warning of Alipur weather office, storm and rain in all southern districts
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যেভাবে গরমে নাজেহাল হচ্ছিল মানুষ,এবার কিছুটা হলেও গরম থেকে স্বস্তি। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস। জারি করা হল কমলা সতর্কতা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। চলবে বজ্রবিদ্যত
রবিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হয়। জেলাগুলো যেমন হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে বৃষ্টি এবং ঝড়ের দাপট বাড়তে পারে বলে জানায় হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও রাজ্যের সব জেলায় বৃষ্টি হবে। তবে সোমবার এখনও পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির কারণে তাপমাত্রার পরিবর্তনও হবে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিনে ঝড়বৃষ্টির প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবেতারপর থেকে আবারও ধীরে ধীরে চড়বে পারদ।