Alipore Weather Office forecast, four consecutive days of rain in South Bengal, cold goodbye after rain
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : সচরাচর সরস্বতী পুজোর পরই শীতের বিদায় ঘটে। আর একদিন পরই সরস্বতী পুজো। আদৌ কি শীত বিদায় নেবে। কারণ কয়েক দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যেই শীতের অনুভূতি পাচ্ছেন বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস কি বলছে? তাপমাত্রার পারদের ওঠানামার পরিস্থিতির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায়। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায়। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়,উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতেও। শনিবার থেকে বৃষ্টি থামলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে। হাওয়া দফতরের অনুমান, বৃষ্টির পর রাজ্য জুড়ে ধীর গতিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম।