December 12, 2024 12:45 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 12:45 pm

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

West Bengal Aadhar: মঙ্গলবার রাত থেকেই চালু হচ্ছে আধার সংক্রান্ত অভিযোগের পোর্টাল। পোর্টালের নাম কি? আর কি থাকছে?জানতে পড়ুন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Aadhaar related complaint portal is being launched from Tuesday night. What is the name of the portal? What else is there? Read on to know

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:আধার সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালু হয়ে যাচ্ছে আজ রাত থেকেই। পোর্টালের নাম‌ও দেওয়া হয়েছে ‘রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার।’ মঙ্গলবার রাত দশটা থেকেই এই পোর্টালে ক্লিক করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

রবিবার সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আধার নিয়ে চক্রান্ত করছে বিজেপি। তাঁর কাছে খবর এসেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই অনেকের আধার কার্ডের লিংক বাতিল করে দেওয়া হচ্ছে। সভা মঞ্চ থেকেই মুখ্যসচিব বি পি গোপালিকাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন এই বিষয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি পোর্টাল খুলতে হবে। গতকাল অর্থাৎ সোমবার‌ও মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করার সময় জানান যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজার খানেকের বেশি অভিযোগ তিনি পেয়েছেন। গতকাল‌ই মুখ্য সচিব এই বিষয় নিয়ে সব জেলাশসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক‌ও সেরেছেন। তারপর মঙ্গলবার প্রকাশ্যে এলো রাজ্যের পোর্টালের নাম। যে বা যার আধার কার্ড বাতিল বলে এস‌এম‌এস এসেছে বা যিনি জানতে পেরেছেন তার আধার কার্ড বাতিল করা হয়েছে তাকে এই পোর্টালে ঢুকে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে সাবমিট করতে হবে। এই কাজে তিনি স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্র থেকেও সাহায্য নিতে পারেন। ফরমে যে পয়েন্টগুলো আছে সেগুলো নির্দিষ্ট ভাবে পূরণ করে জমা দিলেই সেই তথ্য রাজ্য সরকারের কাছে পৌঁছে যাবে। তারপর সরকার সবদিক খতিয়ে দেখে উক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় সাহায্য করবে। এই বিষয়ে একটি হোয়্যাটস‌অ্যাপ চ্যাট বুট নম্বর‌ও দিয়ে দেওয়া হয়েছে। নম্বরটি হলো +919088885544 । এই নম্বরে হোয়্যাটস‌অ্যাপ করেও অভিযোগ নথিবদ্ধ করা যাবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top