With rain likely over the weekend, the temperature in Kolkata was 42 degrees on Monday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল কলকাতা সহ গোটা রাজ্য। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ছয় দশকের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৪২ ডিগ্রি ঘরে পৌঁছায়। সকাল ১১ টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির বেশি। কিন্তু বেলা বাড়তেই সেটা ছুঁয়ে গেল ৪২ ডিগ্রিতে।
আবহাওয়াবিদদের দাবি, এইবছর যা পরিস্থিতি তা অত্যন্ত বিরল। হাওয়া অফিস সূত্রে খবর, ১৯৬০ সালে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিলে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। এদিন অর্থাৎ সোমবার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি । বেলা সাড়ে তিনটে নাগাদ পারদ ছুঁল ৪২ ডিগ্রিতে।
যদিও সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা।
কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের ছয় জেলায় জারি থাকবে গরম। মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।