At the beginning of March, the temperature will climb, what does the Alipur weather office say?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ফেব্রুয়ারি প্রায় শেষের মুখে। জেলায় এখনও ভোর ও রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বুধবার থেকেই বদলাবে আবহাওয়া। বাড়বে তাপমাত্রার পারদ, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। মার্চের শুরুতেই কি গরমের পারদ চড়বে?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা হতে পারে ২০ ডিগ্রির আশেপাশে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে শিলা বৃষ্টি। সিকিম ও অরুণাচলে শনি ও রবিবার তুষারপাতের আশঙ্কা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।