Thunder storm in west bengal in the next 48 hours.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় বৃষ্টি হয়েছে তবে ছিটেফোঁটা। সপ্তাহান্তে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। থাকবে শুষ্ক আবহাওয়া।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা থেকে বিদর্ভ এবং ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে দুটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও ওড়িশা, কর্নাটক এবং অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার মেঘলা আকাশ থাকবে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টি হতে পারে কলকাতা-সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তবে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি।
তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।