Winter has arrived again, how long will this winter last, what does the weather department say
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ঘুরেফিরে এল শীত। আলিপুর আবাহাওয়ার পূর্বাভাস অনুযায়ী একদিনেই ৩ ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়৷ তবে এই আবহাওয়া কতদিন স্থায়ী হবে? বেশিদিন স্থায়ীর নয় এই শীত, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
শীতের বিদায় আসন্ন৷ চলতি সপ্তাহে হালকা শীত থাকবে রবিবার পর্যন্ত৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তবে আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা খানিকটা নামবে৷ একদম সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে৷ তবে স্বরস্বতী পুজোর কেটে গেলেই শীত উধাও হয়ে যায়। অন্যান্য বছরের তুলনায় এবছর সরস্বতী পুজোর সময় ঠান্ডার আমেজ থাকবে না।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে৷ জেলার তাপমাত্রা আরও নেমে ১২-১৩ ডিগ্রির কাছাকাছি৷ তবে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে৷ ভোরের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে৷ তবে দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফি