The good news of the weather office, the temperature will drop,reports of rain showers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মার্চ মাসে যে এতো গরম। ইতিমধ্যে বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপর পৌঁছে গেছে। যদিও আগামী দিনে এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, পুরুলিয়া, খড়গপুর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তাপমাত্রা বাড়ার আগে আগামী দু থেকে তিনদিন কিছুটা তাপমাত্রা কমার ইঙ্গিত দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছেন, আগামী দিন তিনেক বাংলার পারদ বেশ খানিকটা নামতে পারে। দক্ষিণবঙ্গের সবকটি জেলারই পারদ দুই থেকে তিন ডিগ্রি অবধি কমতে পারে বলে খবর। যদিও সুখের দিন হবে এই তিনটে দিনই। এরপর ফের একবার বাংলার পারদ হু হু করে চড়বে।
এছাড়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে খবর। এদিকে দক্ষিণে বৃষ্টির তেমন পূর্বাভাস না থাকলেও পূর্ব – পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।