Meteorological Department has forecast rain in both North and South Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দফতর জানাল, সন্ধের মধ্যেই বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতায় তো বটেই, তার আশপাশের জেলাগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
উত্তরে বর্ষা ঢোকায় সব জেলাতেই বৃষ্টির আগাম সতর্কতা ছিল। দক্ষিণবঙ্গেও সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর একটি নতুন সতর্কবার্তায় জানিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, এর সঙ্গে ওই জেলাগুলিতে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম। অন্য দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।