Finally rains across states including Kolkata, relief from heat wave
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ। বঞ্চিত হল না উত্তরবঙ্গও।অবশেষে বৃষ্টি। স্বস্তির বৃষ্টি। কলকাতায় বৃষ্টি।
সোমবার সন্ধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গেই শুরু হয় বিদ্য়ুতের ঝলকানি। দমদম, নাগেরবাজার, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্য়া ৭টা ১০ থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়। এদিকে প্রচন্ড গরমের পরে এদিন সন্ধ্যে স্বস্তির বৃষ্টি। অফিস ফেরত অনেককেই এদিন সন্ধ্যে দেখা যায় ছাতা না খুলে হালকা বৃষ্টিতে ভিজছেন। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল। সেই মতো সোমবার সন্ধ্যায় ভিজল কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলার বেশির ভাগ অংশ। বঞ্চিত হল না উত্তরবঙ্গও। ঝড়বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বারাসতে। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তরে কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া।গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হল তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ্যান, ফ্রিজ এর দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সন্ধ্যার বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেখানে কমলা সতর্কতা জারি। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা।