The Alipore Meteorological Department has predicted rain in Kolkata and South Bengal for the next two days.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ছত্তিশগড়ে ঘূর্ণাবর্ত, যেকারনে আগামী সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আংশিক মেঘলা আকাশ থাকলেও, কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৯ থেকে ৭৬ শতাংশ।