Rain forecast with increase in temperature, which district rain forecast, what does the weather office say?
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : উত্তরের হাওয়ার সঙ্গে বৃষ্টি। মঙ্গলবার দুপুর থেকে বেশ অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছিল। তবে মঙ্গলবার মধ্যরাত থেকেই কলকাতার বেশ কয়েকটি জায়গা বৃষ্টিতে ভিজেছে। মাঝারি থেকে অতি হালকা বৃষ্টি হয়েছে।এই বৃষ্টির কারণে বুধবার সকাল থেকেও আকাশ মেঘলা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে কোন কোন জেলায় দেখে নেওয়া যাক। উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। সোমবার পর্যন্ত দার্জিলিং জেলায় বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও ঘন কুয়াশায় ঢেকে থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে।