In the midst of the heat wave warning, the weather department predicted rain, when will it rain?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এপ্রিলেই গরমে হাঁসফাঁস আমজনতা। সকাল থেকেই রোদের তেজে জেরবার হচ্ছে মানুষ। বুধবার আজ থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়ায় দফতর। এই পরিস্থিতিতে সুখবর দিল আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, সপ্তাহান্তে ঝড়বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়। আজ বুধবার পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বেশ কিছু এলাকায় লু-বইতে পারে।
তবে শনিবার বিকেল থেকে পরিবর্তন হবে আবহাওয়া। সকালে তাপপ্রবাহ চললেও বিকেল ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের বেশ কিছু জেলায়। যেমন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের একাধিক পরামর্শ তাপপ্রবাহ থেকে বাঁচতে, দেখে নেওয়া যাক :-
*বেশিক্ষণ রোদে থাকা যাবে না।
*হালকা রঙের এবং সুতির বস্ত্র পরতে হবে।
*মাথা ঢেকে রাখতে হবে টুপি অথবা ছাতা ব্যবহার করতে হবে।
*পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে।
*ওআরএস এবং লেবু জল বেশি করে পান করতে হবে এবং বাইরে বেরোলে সঙ্গে রাখা ভালো।
* যারা বাইরে কাজ করছেন যেমন শ্রমিকদের সরাসরি রোদে কাজ না করার পরামর্শ।