December 2, 2024 12:49 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 2, 2024 12:49 pm

১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

WB Madhyamik Class 10th Result 2024: মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ,প্রথম দশে ৫৭ জন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

86.31 percent pass rate in secondary school, slightly higher than last year.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ, গতবারের তুলনায় সামান্য বেশি।পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল। পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ পড়ুয়া। প্রথম দশের মেধাতালিকায় ৫৭জন। মাধ্যমিকে প্রথম কোচবিহার রম্ভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩। আজকেই রেজাল্ট হাতে পেয়ে যাবে পড়ুয়ারা।

দ্বিতীয়- সাম্যপ্রিয় গুরু ,স্কুল-পুরুলিয়া জেলা স্কুল (পুরুলিয়া),প্রাপ্ত নম্বর-৬৯২ (৯৮.৯৬%)

তৃতীয় তিনজন হয়েছে – ১. উদয়ন প্রসাদ স্কুল-বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর) ২. নৈঋতরঞ্জন পাল, স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা)৩. পুষ্পিতা বাঁশুরি, স্কুল-নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল (বীরভূম)

প্রাপ্ত নম্বর-৬৯১ (৯৮.৭১%)

চতুর্থ- তপোজ্যোতি মণ্ডল ,স্কুল-রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুল (কামারপুকুর) প্রাপ্ত নম্বর- ৯৮. ৫৭ শতাংশ

পঞ্চম- অর্ঘ্যদীপ বসাক ,স্কুল- পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল (পূর্ব বর্ধমান), প্রাপ্ত নম্বর- ৬৮৯ (৯৮.৪৩%)

ষষ্ঠ- ১. কৃশানু সাহা, স্কুল-বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর), ২. মহম্মদ শাহাবুদ্দিন আলি, স্কুল- মোজামপুর হাই স্কুল (মালদা) ৩. কৌস্তভ সাহু স্কুল- মেদিনীপুর কলেজিয়েট স্কুল (পশ্চিম মেদিনীপুর) ৪. অলিভ গায়েন, স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর- ৬৮৮ (৯৮.২৯%)

সপ্তম- ১. আবৃত্তি ঘটক ,স্কুল-বালুরঘাট গার্লস হাই স্কুল ২. অর্পিতা ঘোষ,স্কুল-বালুরঘাট গার্লস হাই স্কুল ৩. শ্বাশত দে, স্কুল-বালুরঘাট হাই স্কুল,৪. আরত্রিক সৌ স্কুল-সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (বীরভূম) ৫. সুপমকুমার রায়, স্কুল- জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর),৬. কৌস্তভ মাল,স্কুল-বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তন, ৭. আলেখ্য মাইতি, স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা),প্রাপ্ত নম্বর- ৬৮৭ (৯৮.১৭%)

অষ্টম-১. ইন্দ্রাণী চক্রবর্তী ,স্কুল-বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান),২. দেবজ্যোতি ভট্টাচার্য স্কুল- বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল (পূর্ব বর্ধমান) ৩.তনুকা পাল, স্কুল-মেদিনীপুর মিশন গার্লস স্কুল (পশ্চিম মেদিনীপুর),৪. হৃদি মল্লিক, স্কুল-কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল (নদিয়া)

নবম- ১. সায়ক শাসমল,স্কুল- রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল (পূর্ব মেদিনীপুর) ২. সাগর জানা,স্কুল-রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)৩. সাগ্নিক ঘটক স্কুল- বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন ৪.জিষ্ণু দাস,স্কুল- চাকদহ রামলাল অ্যাকাডেমি (নদিয়া) ৫. ঋতব্রত নাথ, স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), ৬.ঋত্বিক দত্ত, স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা) ৭.সায়নদীপ মান্না,স্কুল-সারদা বিদ্যাপীঠ হাই স্কুল ৮. অরণ্যদেব বর্মন,স্কুল-শ্যামপুর হাই স্কুল প্রাপ্ত নম্বর- ৬৮৫ (৯৭.৮৬%)

দশম-১. ভূমি সরকার, স্কুল- রায়গঞ্জ গার্লস হাই স্কুল (উত্তর দিনাজপুর)২. বিশাল মণ্ডল,স্কুল-মোজামপুর হাই স্কুল (মালদহ) ৩. সৌভিক দত্ত,স্কুল-বাঁকুড়া জেলা স্কুল (বাঁকুড়া)৪. অনীশ কোনার, স্কুল-কাশিরামদাস ইনস্টিটিউট(পূর্ব বর্ধমান)৫. অর্ণব বিশ্বাস,স্কুল-নসরতপুর হাই স্কুল (পূর্ব বর্ধমান)৬. সম্পূর্ণা নাথ স্কুল-বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)৭. নীলাঙ্কন মণ্ডল, স্কুল-ইএলআইটি কো-এডুকেশন স্কুল (হুগলি) ৮. সৌমিক খান,স্কুল-তালডাংরা ফুলমতি হাই স্কুল (বাঁকুড়া) ৯. সৌমদীপ মণ্ডল, স্কুল-রায়পুর হাই স্কুল(পশ্চিম মেদিনীপুর) ১০. অগ্নিভ পাত্র ,স্কুল-শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (মেদিনীপুর)১১. সম্পাদ পারিয়া,স্কুল-কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)১২.ঋতম দাস স্কুল-কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর) ১৩. শুভ্রকান্তি জানা ,স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)১৪. ইশান বিশ্বাস, স্কুল- সারদা বিদ্যাপীঠ হাই স্কুল , প্রাপ্ত নম্বর-৬৮৪ (৯৭.৭১%)

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top