Finance Minister announced a new scheme ‘Samudra Sathi’ project for fishermen.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
৩১,৯৫১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঘাটতি বাজেট পেশ করেও বাহবা কুড়ালেন প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের মহিলাদের। তবে এই ঘাটতি বাজেট হলেও লোকসভা নির্বাচনের আগে মমতাময়ী বাজেট নিয়ে যথেষ্ট আনন্দিত হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ শুধু নয় মৎস্যজীবিরাও তারা পাচ্ছেন নতুন প্রকল্প “সমুদ্র সাথী”।এই প্রকল্পে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নথিভুক্ত মৎস্যজীবীরা প্রতিবছর দুই মাস(এপ্রিল মাসের মাঝ থেকে জুন মাসের মাঝ পর্যন্ত) মাস প্রতি ৫ হাজার টাকা করে পাবেন। এই দুই মাস তারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না।
প্রাকৃতিক বিপর্যয় মাথায় নিয়েই রুটি রুজির টানে মাস সমুদ্রের বেরিয়ে পড়েন মৎস্যজীবীরা। প্রাকৃতিক দুর্যোগ তাদের কাছে গুরুত্ব পায়না কারণ ঘরে একমুঠো চাল নেই। বহু সময় ট্রলার উল্টে গিয়ে বহু মৎস্যজীবী মারা যান আবার নিখোঁজ হয়ে যান। সেই সমস্ত মৎস্যজীবীদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করায় খুশির হাওয়া বইছে মৎস্যজীবীর মহলে।