Finally the water crisis ended in Siliguri, the people of Siliguri breathed a sigh of relief.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল শিলিগুড়ি শহরের মানুষ। গাজলডোবায় তীস্তা নদীর বাঁধ মেরামতের কাজ শেষ হতেই ফের পানীয় জল পেল উত্তরবঙ্গের মানুষ। শেষ এক সপ্তাহে বারবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে এসেছে এই শহর। মহানন্দার জল প্রথমে মানুষকে দেওয়া হলেও সেই জলে অক্সিজেনের মান কম থাকায় পুরসভার তরফ থেকে সেই জল খেতে নিষেধ করা হয়। এরপর জলের পাউচ বিলি করা হলেও তাতে কাজ হয়নি, কারণ সংখ্যায় তা কম ছিল। পরিস্থিতি জটিল হতেই রাজনীতির ময়দানে নেমে পড়ে বিজেপি, সিপিআইএমও। দফায় দফায় ক্ষোভ উগরে দেয় সাধারণ মানুষ। অবশেষে রবিবার দুপুর থেকেই পরিস্থিতির উন্নতি হল। আগেই মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, ২ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে, সেই মতো এদিন থেকে জল মিলল সিলিগুড়ির বাসিন্দাদের ঘরে ঘরে।