Chances of 3 degree temperature drop in West Bengal, what does the weather office say, will it rain?
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বঙ্গে ফের আবহাওয়ায় বদল ঘটতে চলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতে। গ্রাম ও শহরতলিতে সকালের দিকে পথঘাট ঢেকেছে কুয়াশায়। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিস। তারপর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।
উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি সকালে কুয়াশায় মুড়েছিল পথঘাট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, আপাতত দু-তিনদিন সামান্য কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা। কার্যত ধীরে ধীরে উধাও হবে শীত। তবে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয়বাষ্প বেশি বাতাসে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়, এমনটাই খবর আবহাওয়া দফতর অনুযায়ী।