Anushka gave birth to her second child. What happened this time? Son or daughter?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও বাবা হলেন ক্রিকেটার বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম হয়েছিল। তিন বছর পর ‘বিরুষ্কা’-র সংসারে এল দ্বিতীয় সন্তান। ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তাঁদের পুত্র সন্তানের। সোশ্যাল মিডিয়ায় সন্তান জন্মের কথা জানিয়েছেন অনুষ্কা।বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া নিয়ে। স্ত্রীয়ের পাশে থাকার জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। তার মধ্যেই বিরাটের সতীর্থ এবং প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স। একটি ভিডিয়োয় বলেন, বিরাটের সঙ্গে কথা বলে জানতে পারি, অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে।