Virat is not in the Test series against England
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হল ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি তিন টেস্টের দল। গোটা সিরিজেই পাওয়া যাবে না বিরাট কোহলিকে। ব্যক্তিগত কারণে সিরিজের পরের তিন টেস্টেও খেলবেন না ভারতীয় দলের এই তারকা ব্যাটার। আগেই সিরিজের বাকি ম্যাচগুলো তাকে দলে না রাখার আবেদন জানিয়েছিলেন কোহলি। তার কথায় সায় দিয়েই বোর্ডের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল বোর্ড বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানায়। ইংল্যান্ডের বিপক্ষে গোটা সিরিজ থেকেই চোটের কারণে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার। আগেই তিনি চোটের কথা বোর্ডকে জানিয়েছিলেন। ফলে মুম্বইকর ব্যাটারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি হয়নি বোর্ড কর্তারা। তাকে বাদ রেখেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন টেস্টের। রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে স্কোয়াডে নেওয়া হলেও তাদেরকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে, তবেই তারা দলে ঢুকতে পারবেন। অন্যথায় তারা দলে আসতে পারবেন না। তাই স্কোয়াডে নাম থাকলেও ফিজিওর কাছেও পরীক্ষা দিতে হবে জাদেজা এবং রাহুলকে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে রাজকোটে শুরু তৃতীয় টেস্ট, চতুর্থ টেস্ট হবে ধোনির শহর রাঁচিতে। চতুর্থ টেস্ট শুরু ২৩ ফেব্রুয়ারি। পঞ্চম এবং অন্তিম টেস্ট মার্চের ৭ তারিখ থেকে ধর্মশালায়। বাংলার পেসার আকাশদিপকে স্কোয়াডে ডাকা হয়েছে। মুকেশ কুমারের পাশাপাশি বাংলার এই বোলারও ভারতীয় টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন। দলে এসেছেন ধ্রুব জুরেল, মহ সিরাজ।