Virat, Karthik beat Punjab at Chinnaswamy Stadium
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শেষ ওভারে পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্রথম জয়ের খোঁজ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ছাড়া বাকি তারকারা সকলেই ব্যর্থ বলা যায়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান করে পাঞ্জাব। সর্বোচ্চ ৪৫ রান করেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। ব্যাট হাতে পারফরম্যান্সের ধারে কাছে না থাকা ম্যাক্সওয়েল বল হাতে নিয়ে নেন জোড়া উইকেট। ১৭৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিরাট কোহলির আউট হয়ে যেতেন। কিন্তু জনি বেয়ারস্টো সহজ ক্যাচ ফেলে দেওয়ায় বেঁচে যান কোহলি। এরপর শুরু করেন নিজের চেনা স্টাইলে হিট করা। ৪৯ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। যদিও এর মধ্যেও আরো একবার বিরাটের ক্যাচ মিস হয়ে। এবার মিস করেন রাহুল চাহার। কিন্তু দল সমস্যায় পড়ে বিরাট আউট হওয়ার পর। কারণ তিন বিদেশী দু প্লেসিস, ম্যাক্সওয়েল বা গ্রিন , কেউই ৩ রানের বেশি করতে পারলেন না।
শেষ দিকে বুড়ো ঘোড়া দীনেশ কার্তিকই জেতালেন আরসিবিকে। করলেন ১০ বলে ২৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। মহিপাল লোমরোর এসেও ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলে দিলেন। সেই সঙ্গে চার বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। বিরাট রানে ফিরলেও যেভাবে তিনি ২বার ক্যাচ তুলেছিলেন, তাতে তার ফোকাস কোনো কারণে নষ্ট হয়েছে কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ বিরাটের মতো ব্যতার হঠাৎই একটু তাড়াহুড়ো করছিলেন।