A new guest is about to enter the star couple’s house, now just wait
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দ্বিতীয় বারের জন্যে মা হতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ? এই প্রশ্ন অনেকদিন ধরেই ঘোরাফেরা করছিল। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। নতুন অতিথি আসতে চলেছে। এখন অপেক্ষায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তারকা দম্পতি এ বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিলেও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের মুখ থেকে সত্য ফাঁস হয়। তিনি বলেন, বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান আসতে চলেছে। কিন্তু বিরুষ্কা আছেন কোথায়? কবে ভামিকার নতুন খেলার সঙ্গী আসবে? সূত্রে জানা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অনুষ্কাকে নিয়ে লন্ডনে রয়েছেন বিরাট। এই সময়টা তারকা দম্পতি নিভৃতেই কাটাতে চাইছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অনুষ্কা লন্ডনেই।