Boxer Vijendra Singh, known as staunch anti-Modi, joins BJP
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট, কেরলের ওয়েনাড়ে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। আর ঠিক সেই দিনেই দিল্লির বুকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিজেন্দ্র সিং। বক্সার ও আপামর কট্টর মোদী বিরোধী হিসাবে পরিচিত বিজেন্দ্রর বিজেপি-যোগ দেওয়াকে জাতীয় রাজনীতিতে বড় ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বুধবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে শামিল হয়ে তিনি বলেন, দেশ এবং দেশবাসীর স্বার্থে কাজ করতে চাই। তাই এই সিদ্ধান্ত।দেশের কুস্তিগীরদের একাংশ যখন বিজেপির ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও তাঁদের পাশে দেখা গিয়েছিল বক্সার বিজেন্দ্র সিংকে। কংগ্রেসি রাজনীতিতে তরুণ মুখ হিসাবেও তাঁর পরিচিতি ছিল। সেই বিজেন্দ্র সিংহই এদিন দিল্লিতে যোগ দিয়েছেন বিজেপিতে। লোকসভা ভোটের আগে এটি কার্যত ছিল বিজেপির তরফে বড় ধামাকা।