High Court allowed ISF meeting in front of Victoria House! But the surety must be given.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী ২১শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) কলকাতার ভিক্টোরিয়া হাউস এর সামনে বর্ষপূর্তি দিবস পালন করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি পর্বে বিচারপতি জানায় ,এখনই স্থান পরিবর্তন হচ্ছে না। কিন্তু গতবারের ঝামেলার থেকে বিরত থাকতে কি ব্যবস্থা নিচ্ছে আইএসএফ, সেই রিপোর্ট দিয়ে জানাতে হবে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকালের মধ্যে রিপোর্ট দিতে হবে।পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কতটা নিরাপত্তার দিতে পারবেন সে বিষয়েও আদালতকে জানাতে হবে। আই.এস.এফ নওশা সিদ্দিকীর পক্ষের আইনজীবী শামীম আহমেদ জানান পুলিশের কাছে বার বার আবেদন করা হয়েছিল। কিন্তু লালবাজারের পক্ষ থেকে কোন উত্তর তাদের কাছে আসেনি। একুশে জানুয়ারির বর্ষপূর্তি উপলক্ষে ৫ হাজার কর্মী থাকতে পারে। রাজ্য পুলিশের আইনজীবী অমতেশ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানিয়েছেন। ওই দিন ভিনটেজ গাড়ি সমাবেশ আছে। তাই সেখানেও পুলিশ মোতায়েনের ব্যবস্থা রাখতে হবে। রাজ্যের অভিযোগ গত বছর ধর্মতলা চত্বরে যে পাণ্ডব লীলা দেখিয়েছিল আই.এস.এফ ,যেখানে নেতা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। অনেক পুলিশ কর্মী আহত হয়েছিল। ধর্মীয় কথা বলা হয়েছিল।