Vicky Kaushal was injured in the shooting of the film, how did the actor get injured?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : নতুন সিনেমা ‘ছবা’র শুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই হাতে চোট পেয়েছেন অভিনেতা ভিকি কৌশল। মারামারি দৃশ্যের শুটিং চলছিল, সেই সময় আহত হয়েছেন ভিকি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিকির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাঁ হাতে প্লাস্টার অবস্থায় গাড়ি থেকে নামছেন ভিকি। ফটোগ্রাফদের দিকে এক বার ডান হাত তুলে বাড়ির ভিতরে চলে যান তিনি। সেই ভিডিয়ো দেখে চিন্তিত হয়ে পড়েছেন ভিকির অনুরাগীরা।
তবে সূত্রের খবর, চোট বিশেষ গুরুতর নয়। সুস্থ হয়ে ফিরলেই শুটিং শুরু হবে। পরিচালক লক্ষণ উতরেকরের ছবি ‘ছবা’তে ভিকির বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। পর্দায় ছত্রপতি শম্ভাজির চরিত্রে দেখা যাবে ভিকিকে।