Vice President-Governor meeting in Delhi
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহেই শুক্রবার হঠাৎ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। উপাচার্য নিয়োগ নিয়ে লড়াইয়ের মধ্যে সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর করা হেনস্থার অভিযোগের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তার বিরুদ্ধে করা সেই মহিলার অভিযোগকে হাতিয়াড় করে একের পর এক তোপ দেগেছেন মমতা। এরই মধ্যে রাজ্যপালের সঙ্গে উপরাষ্ট্রপতির এই বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এক্ষেত্রে জগদীপ ধনকর যেমন বাংলার রাজনীতি এবং তৃণমূলের নেতা নেত্রীদের চেনেন, তেমনই তিনি আইনটিও বেশ ভালো জানেন। সেক্ষেত্রে তাঁর পরামর্শ নিতেই যে সিভি আনন্দ বোস সেখানে গেছে, তা ধরে নিচ্ছে রাজনৈতিক মহল।