Follow these Vastushastra tips to get success in exams
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শুরু হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৬ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। স্বাভাবিকভাবেই বেশ কিছুটা চাপেই রয়েছে পড়ুয়ারা। আর চাপ থেকে মুক্তি না পেলে পরীক্ষার ফলে তার প্রভাব পরতে পারে, সেটা আমরা সকলেই জানি। তাই এক নজরে দেখে নেওয়া যাক জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী এই চাপমুক্ত থেকে পরীক্ষায় ভাল ফলের উপায়।সোমবার পরীক্ষা থাকলে শিবলিঙ্গে পানের পাতা অর্পণ করুন। মঙ্গলবার বজরংবলীকে গুড় ও ছোলার ভোগ দিয়ে, সেই প্রসাদ নিজেও গ্রহণ করুন। বুধবার গণেশকে সবুজ ধনে অর্পণ করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করে পরীক্ষা দিতে যাওয়া জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে খুবই শুভ। বৃহস্পতিবার মাথায় জাফরানের তিলক লাগান এবং হলুদ রুমাল নিজের কাছে রেখে পরীক্ষা বসাটা খুবই শুভ। শুক্রবার পরীক্ষা দিতে যাওয়ার আগে শিবলিঙ্গে মিশ্রী অর্পণ করুন। শনিবার শনিদেবের দর্শন করুন এবং পকেটে অল্প কালো সরষেদানা রেখে পরীক্ষার কক্ষে প্রবেশ করুন। এছাড়াও সকালে উঠে স্নান সেরে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এতে পজিটিভ এনার্জির সঞ্চার হয়। এরপর নিজের ইষ্টদেবতার স্মরণ করুন। অন্তত 8 বার ওম জপ করুন। এর ফলে একাগ্রতা বাড়ে। নিজের একাগ্রতা ও স্মরণশক্তি বাড়াতে রোজ নিজের ললাট, কণ্ঠ এবং নাভিতে জাফরানের তিলক লাগান। এর পাশাপাশি পড়ার সময় ফিটকিরির টুকরো নিজের পকেটে রাখুন, এতে দুশ্চিন্তা দানা বাঁধে না। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে রোজ পড়তে বসারা আগে তিনবার ওম এং সরস্বতৈ নম: মন্ত্রের জপ করা বিদ্যা-বুদ্ধি বাড়ে। এর পাশাপাশি পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই বড়দের প্রণাম করে যাবেন। দই খেতে ভুলবেন না।