If you put a clock on this wall of the house according to Vastu, happiness and prosperity will come to the family
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বাস্তুশাস্ত্র অনুসারে শুধুমাত্র বাড়ির প্রবেশদ্বার অথবা আসবাবপত্র সঠিক জায়গায় রাখলেই পজিটিভ শক্তির সঞ্চার হয় তা নয়। ঘরের সঠিক দেওয়ালে ঘড়ি লাগালেও বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। এখনকার দিনে মোবাইলে সময় দেখা গেলেও আমাদের সবার বাড়িতেই দেওয়ালে ঘড়ি থাকে। তবে দেওয়ালে তো ঘড়ি লাগালেই হল না, কোন দেওয়ালে ঘড়ি লাগাবেন, সেটাও জানা থাকা জরুরি। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দেওয়াল ঘড়ি রাখার সবথেকে উপযুক্ত স্থান হল পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়াল। তবে পশ্চিম দিকের দেওয়ালের থেকে পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালই ঘড়ি লাগানোটা সবচেয়ে শুভ। হিন্দু ধর্ম অনুসারে উত্তর দিকে বাস করেন সম্পদের দেবতা কুবের। তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থলাভ হয় বলে মনে করা হয়। আবার পূর্বদিক হল দেবরাজ ইন্দ্রের দিক। তাই সেদিকের দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা ও প্রতিপত্তি লাভ হয়। আবার পশ্চিম দিক হল বৃষ্টির দেবতা বরুণের দিক। তাই পশ্চিম দিকের দেওয়ালে যদি ঘড়ি লাগান, তাহলে জীবনে স্থিতি আসে। তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই ভুলেও এই দিকের দেওয়ালে ঘড়ি লাগানো উচিত নয়। এতে যমকে আহ্বান করা হয়।
তবে, ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি লাগাবেন না। এছাড়াও ভুলেও কোনও দিন দরজার মাথায় ঘড়ি লাগাবেন না। আরও একটা বিষয় মনে রাখবেন যে আপনার ঘরে ঘড়ি এত উপরে টাঙাবেন না যেন তা দরজার মাথাকে ছাপিয়ে যায়। পাশপাশি মাথায় রাখতে হবে বেডরুমে দেওয়াল ঘড়ি লাগালে তা পূর্ব দিকের দেওয়ালে লাগান এবং বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি রাখুন। দেওয়ালে ভুলেও নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। এর ফলে দুর্ভাগ্যকে আপনি নিজের দিকে আকর্ষণ করবেন। দেওয়ালে যে ঘড়ি টাঙাবেন কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয়। খেয়াল রাখবেন দেওয়াল ঘড়ি যেন সব সময় সঠিক সময় দেখায়। কয়েক মিনিট এগিয়ে সময় দেখালে সমস্যা নেই। কিন্তু স্লো ঘড়ি বাস্তুমতে রীতিমত অশুভ। বাস্তুমতে, গোলাকার দেওয়াল ঘড়ি সবথেকে শুভ বলে মনে করা হয়। বেডরুমে কখনও পেন্ডুলাম ঘড়ি লাগাবেন না। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেয়।